Admission Form

ভর্তি ফরম -২০২২

Please upload PP size photograph

                  

                            

                

                                                          

 

শিক্ষার্থীর অঙ্গীকারনামা

আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে অঙ্গীকার করছি যে,
ক) স্কুলের ভর্তি ফরমে উল্লেখকৃত আমার সকল তথ্য ও বর্ণনা সঠিক।
খ) উল্লেখকৃত সকল তথ্যে ভবিষ্যতে কোনো গরমিল পাওয়া গেলে আমি নিজ দায়িত্বে তা সংশোধন করবো।
গ) উল্লেখকৃত বর্ণনায় কোনো তথ্য অসত্য পাওয়া গেলে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।
ঘ) আমি এই প্রতিষ্ঠানে অধ্যায়নকালীন কোনো অসৎ, অসামাজিক বা আইন-শৃঙ্ক্ষলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত হবাে না।
ঙ) কোনো অসৎ বা আইন-শৃঙ্ক্ষলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত হলে আমার বিরুদ্ধে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে বাধ্য থাকব।
চ) সেক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না, বা উক্ত সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো মহলের তদবির বা অন্য কোনো প্রকার চেষ্টা করবো না।

অভিভাবকের অঙ্গীকারনামা

আমি নিম্ন স্বাক্ষরকারী অভিভাবক হিসেবে এই মর্মে অঙ্গীকার করছি য,
ক) স্কুলের ভর্তি ফরমে উল্লেখকৃত আমার সন্তানের সকল তথ্য ও বর্ণনা সঠিক।
খ) উল্লেখকৃত সকল তথ্যে ভবিষ্যতে কোনো গরমিল পাওয়া গেলে আমি নিজ দায়িত্বে তা সংশোধন করবো।
গ) উল্লেখকৃত বর্ণনায় কোনো তথ্য অসত্য পাওয়া গেলে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব।
ঘ) আমার সন্তান এই প্রতিষ্ঠানে অধ্যায়নকালীন কোনো অসৎ, অসামাজিক বা আইন-শৃঙ্ক্ষলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত হবে না।
ঙ) কোনো অসৎ বা আইন-শৃঙ্ক্ষলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত হলে আমার সন্তানের বিরুদ্ধে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে বাধ্য থাকব।
চ) সেক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত শাস্তিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না, বা উক্ত সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো মহলের তদবির বা অন্য কোনো প্রকার চেষ্টা করবো না।